বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় আগামী ০৩-১১-২০২০ তারিখ হতে দেশের ৭টি আঞ্চলিক ভেন্যুতে যথাক্রমে- দিনাজপুর জেলা স্টেডিয়াম, নওগা জেলা স্টেডিয়াম, লক্ষীপুর জেলা স্টেডিয়াম, মাদারীপুর জেলা স্টেডিয়াম, রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম-ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম-মাগুরা ও কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে ৪৯টি অ-১৪ জেলা ফুটবল দলকে নিয়ে পর্যায়ক্রমে ‘জেএফএ অ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে অদ্য ০২-১১-২০২০ তারিখ সোমবার বিকাল ৩:৩০ ঘটিকায় উক্ত চ্যাম্পিয়নশীপের
বিভিন্ন বিষয়ে অবহিত করণের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন মতিঝিল বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফে এবং এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ, বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল থমাস স্মলি, ক্রীড়া সংগঠক সৈয়দ রিয়াজুল করিম এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।