ইকবাল হাসান:
তাবিথ আউয়ালের পথচলা শুরু হয়েছিলো ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে। সেটা পূরণ না হলেও
২০১২ ও ২০১৬ সালে হয়েছিলেন বাফুফের সহ-সভাপতি। কিন্তু এবার নির্বাচনে হেরে বিদায় নেন বাফুফে থেকে।
তার বিশ্বাস ভালো কাজ করতে গেলো, ফুটবলের উন্নয়ন করতে গেলে বাফুফের সাথে সম্পৃক্ত থাকা জরুরি না। বর্তমানে তিনি তার ক্লাব নোফেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন। এছাড়া, তৃণমূল ফুটবল নিয়েও কাজ করবেন।
তাবিথ আওয়াল বলেন, ‘ফুটবল জীবনে আমি ছোটবেলা থেকেই আছি। তো সেখানে ফুটবলের বাইরে থাকার কোন অবকাশ নেই। তবে বর্তমানে আমি ফেডারেশনে পদের বাইরে আছি। তার মানে এই না যে আমার ক্লাব ফুটবল থেমে যাচ্ছে। জেলার ফুটবল গুলো হয়না, ক্লাবের ফুটবল হয়না তো সেসব জায়গায় সহযোগিতা করার জন্য তো আমাকে ফেডারেশন লাগছে না।’
নির্বাচনে কাউন্সিলদের রায় খুশি মনে মেনে নিয়েছেন। এ ব্যাপারে তাবিথ বলেন, ‘ফেডারেশন যদি মনে করে কোন স্কিলস এ আমার সহযোগিতা লাগবে তাহলে আমি অবশ্যই ভলেন্টিয়ার হিসাবে আমার সময় ও মেধা দিতে রাজি আছি।’
তাবিথের সময়ে দেশে ‘এ’ লাইসেন্সধারী কোচ বেড়েছিল উল্ল্যেখযোগ্য হারে। বিদেশী অনেক কোচ এসেছিলেন তার সূত্র ধরে। তবে একটা জায়গায় উন্নতি করতে চেয়েছিলেন তাবিথ। দেশের ফুটবলে দর্শক সংখ্যা বাড়াতে না পারলে নাকি উন্নয়ন সম্ভব না। কিন্তু বর্তমান কমিটি তা পারবে কিনা এ নিয়ে তাবিথের আছে সন্দেহ।
তিনি বলেন, ‘দর্শক না বাড়লে পুরা খেলার আসল মূল্যায়নটা ফেডারেশন পাবে না। আগামী চার বছরেও ফ্যান বেজটা বর্তমান ফেডারেশন দিয়ে করা যাবে কিনা।’