ইকবাল হাসান:
রোহিত শর্মা দলে নেই কেনো এই নিয়ে ভারতীয় ক্রিকেট ফ্যানদের মধ্যে আলোচনা তুঙ্গে। কেউ কেউ বিরাটকে এই নিয়ে দায়ী করছে। ইনেকে দলের ভেতর কোন্দলের স্পষ্ট রূপ দেখতে পাচ্ছেন বলে জানান। সবকিছুর পর এবার মুখ খুললেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।
রবি শাস্ত্রী বলেন রোহিতকে বাদ দেয়ার পেছনে মেডিক্যাল রিপোর্টই প্রধান কারণ। এ ছাড়া অননি কোন কারন নেই বলে ডিসবি করেন তিনি। শাস্ত্রী ভারতের একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘রোহিতের ব্যাপারটা চিকিৎসকেরা দেখছেন। আমরা এ ব্যাপারে হস্তক্ষেপ করিনি। চিকিৎসকেরা ওর চোট নিয়ে রিপোর্ট দিয়েছে নির্বাচকদের। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি যোগ করেন, ‘আমি শুধু মেডিক্যাল রিপোর্টের ব্যাপারে জানি। যেখানে বলা হয়েছে, ওর আবার চোট পাওয়ার ঝুঁকি রয়েছে।’
অস্ট্রেলিয়ার সাথে দক কথায় বড় একটা সফরে যাচ্ছে ভারত। সে সফরে রোহিত শর্মা থাকবেন না, এটা অনেক বড় মিস ভারতীয় দল ও রোহিতের নিনের জন্য। ছোট শেষ হলে সিরিজের মাঝ পথে রোহিত ফিরতে পারবেন কিনা এই প্রশ্নে মাঝপথে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেন শাস্ত্রী। বরং রোহিতকে তাড়াহুড়ো না করার জন্য বলেন।
তিনি বলেন, ‘একজন খেলোয়াড়ের কাছে চোট পাওয়ার চেয়ে হতাশাজনক আর কিছু নেই। কখনও কখনও এই অবস্থা থেকে বেরিয়ে এসে কত তাড়াতাড়ি মাঠে ফিরে আসা যায় সেটা সেই খেলোয়াড় দেখতে চায়। এখানেই কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝা যায় না। নিজেকে পরীক্ষা করার, ফের মাঠে নামার এই ইচ্ছেটাতেই সমস্যা থেকে যায়। কারণ একমাত্র সেই খেলোয়াড়ই জানবে, সে খেলার মতো জায়গায় শতভাগ আছে কি না।’