সোমবার , মার্চ 27 2023
Home / Slide3 / মরিসনকে ধোনির ‘একেবারেই না’

মরিসনকে ধোনির ‘একেবারেই না’

ইকবাল হাসান:

ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আইপিএলের আগে আগে। সবাই ভেবেছিলো এবার বোধ হয় পুরোপুরি মনযোগ থাকবে আইপিএলে। চেন্নাই বাজিমাত করবে! কিন্তু হয়েছে তার উল্টো। চেন্নাইয়ের এই বেহাল দশা আগে কেউ দেখে নি।

চেন্নাইয়ের পারফরম্যান্স ধোনির মতোই নির্জীব। ধারাবাহিকতার অভাবে প্লে অফেও জায়গা করতে পারেনি ধোনির দল। আসর থেকে বিদায় নিয়ে অনেক আগেই ঘরে ফিরেছে ক্রিকেটাররা। তবে, সমালোচনা থেমে নেই। আঙ্গুল ধোনির দিকেই।

শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টসের সময় ড্যানি মরিসনের প্রশ্নে আইপিএল না খেলার বিষয়টি এক কথায় উড়িয়ে দিয়েছেন ধোনি। এসময় ড্যানি মরিসন প্রশ্ন করেন, হলুদ জার্সিতে এটাই কি শেষ ম্যাচ? মাত্র দুই শব্দে উত্তর দেন ধোনি। এমএস ধোনি বলেন, ‘একেবারেই না!’

About Md Shahadat Hossain

Check Also

বাসাতেই থাকছেন মেসি

ইকবাল হাসান: অনেক জল্পনা-কল্পনার পর বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। আগের বেতনের অর্ধেক বেতন অর্থাৎ ৪০০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।