রবিবার , এপ্রিল 2 2023
Home / Slide1 / সাকিব ফিরছেন বৃহস্পতিবার!

সাকিব ফিরছেন বৃহস্পতিবার!

ইকবাল হাসান:

নিষেধাজ্ঞার দীর্ঘ বিরতির পর আবারো ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। এই খবর পুরোনো হলেও নতুন খবর হচ্ছে আগামী বৃহস্প্রতিবার ঢাকা আসছেন সাকিব।

আমেরিকা থেকে এসেই সাকিব করোনা টেস্ট করে ফলাফল নেগেটিভ আসলে অনুশীলন শুরু করবেন মিরপুরে। কারন, বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সাকিবকে পেতে মুখিয়ে আছে সব দলই। তবে, প্লেয়ার ড্রাফটেই নির্ধারিত হবে সাকিব কোন দলে খেলবে।

সাকিব ক্রিকেটে ফিরেছেন, টি-টুয়েন্টি খেলবেন কিন্তু তার আগে সাকিবকে সঠিক ফিটনেস নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে কোন ছাড় নেই বিসিবির পক্ষ থেকে। উত্তীর্ণ হলেই কেবল খেলতে পারবেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে।

তার ফিটনেস নিয়েও সন্দিহান হওয়ার কিছু নেই। শ্রীলংকা সফরকে কেন্দ্র করে বিকেএসপিতে একাকী করেছিলেন অনুশীলন। সেই সুবাদে ফিটনেস নিয়ে সেরকম ঝুঁকিও নেই।

উল্লেখ্য, ক্রিকেট থেকে তার এক বছরের নিষেধাজ্ঞা গত ২৯ অক্টোবর শেষ হয়েছে।

About Md Shahadat Hossain

Check Also

উদ্বোধন হলো “বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট”

বিশ্বব্যাপী তরুণদের কর্মসংস্থান, কাজের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।