ইকবাল হাসান:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রায় শেষের দিকে পা বাড়িয়েছে। সব দলের ১৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের প্রথম ৪ দল মুম্বাই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিট্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জায়গা করে নিয়েছে প্লে-অফে।
একদম শেষ মুহূর্তে মঙ্গলবার মুম্বাইয়ে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে হায়দরাবাদ। তবে, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়।
প্রথম চার দলের মধ্যে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দিকে আছে মুম্বাই। তারপর, মুম্বাই থেকে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে দিল্লি। তবে, সমান চৌদ্দ পয়েন্ট নিয়ে রয়েছে হায়দরাবাদ ও ব্যাঙ্গালুরু। একই পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় চার নম্বরে ব্যাঙ্গালুরু। এই নেট রান রেটে পিছিয়ে থাকসর ফলে সমান পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা পায় নি কলকাতা।
একদিনের বিরতি দিয়ে ৫ নভেম্বর থেকে শুরু হবে প্লে-অফের ম্যাচগুলো। নিচে ম্যাচের সময়সূচি লিস্ট দেয়া হলো:
কোয়ালিফায়ার ১: মুম্বাই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিট্যালস (৫ নভেম্বর)
এলিমিনেটর: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (৬ নভেম্বর)
কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী (৮ নভেম্বর)
ফাইনাল: কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী
উল্লেখ্য, সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়