ইকবাল হাসান:
বাংলাদেশ-নেপাল ফুটবল ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রে ড্রোন ব্যবহার করার অনুমতি পাওয়া গিয়েছে।
ফিফার এই ফ্রেইন্ডলি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১৩ ও ১৭ নভেম্বর।
ড্রোনের মাধ্যমে সম্প্রচারের ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা সরকারের কাছ থেকে সম্প্রচারের জন্য ড্রোন ব্যবহারের অনুমতি নিয়েছি। এখন যে টেলিভিশন খেলা দেখাবে তারা ড্রোন ব্যবহার করবে কিনা সেটা তাদের বিষয়।’
এই ম্যাচ দুটো সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এছাড়া চারটি বেসরকারি টেলিভিশন আগ্রহ প্রকাশ করেছে সম্প্রচারের ক্ষেত্রে। এর মধ্যে এটিকে অনুমতি দেয়া হবে। টিভি ছাড়াও বাংলাদেশ বেতার খেলার ধারাবিবরণী দিবে।
উল্লেখ্য, ম্যাচ দুটি নিয়ে গত ২৫ অক্টোবর আন্তঃমন্ত্রণালয়ের সভায় ড্রোন ব্যবহার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবুজ সংকেত দিয়েছেন।