ইকবাল হাসান:
কয়েকদিন ধরেই মিডিয়াতে আসছিলো জামাল ভূঁইয়া কলকাতা মোহামেডানে খেলতে যাচ্ছেন। কিন্তু এতদিন বিষয়টিকে গুজব বলে আখ্যায়িত করেছেন জামাল। সেই গুজবই এখন সত্যি হলো।
জামাল ভূঁইয়ার দল সাইফ স্পোর্টসকেও জামাল ভূঁইয়া এই বিষয়টি জানিয়েছে। এবং শীঘ্রই তিনি চুক্তিবদ্ধ হবেন কলকাতার জায়ান্টদের সঙ্গে।
জামালের আই লিগে খেলা নিয়ে সাইফ স্পোর্টসের সাথে কলকাতা মোহামেডানের সমঝোতায় আসতে হবে। সেই সমঝোতার শর্ত হিসেবে সাইফ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলের সময় ফেরত চাইছে কলকাতা মোহামেডানের কাছে। সেই শর্তে সাইফ কলকাতা মোহামেডানে খেলার জন্য প্রত্যায়নপত্র দেবে জামালকে।
সর্বশেষ খবর হলো সাইফ স্পোর্টিং ক্লাব, কলকাতা মোহামেডান ও জামাল ভূঁইয়ার মধ্যে ত্রিপক্ষীয় একটি সমঝোতা হতে যাচ্ছে। যার মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দল বদলের সময় জামালকে আবার নিতে পারে তার বর্তমান ক্লাব সাইফ। ২০ নভেম্বর আই লিগ শুরু হওয়ার কথা।