মঙ্গলবার , মার্চ 28 2023
Home / Slide3 / ভলিবল দলের সাবেক খেলোয়াড় গোলাম রসুল আর নেই

ভলিবল দলের সাবেক খেলোয়াড় গোলাম রসুল আর নেই

ইকবাল হাসান:

গোলাম রসুল মেহেদী, জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড়, জাতীয় ভলিবল কোচ, রেফারি এবং বাংলাশে ভলিবল ফেডারেশনের সদস্য, আর আমাদের মাঝে নেই।

বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন। সেই করোনায় আক্রান্ত হয়েই শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে সাবেক আন্তজার্তিক ভলিবল রেফারি আনিস রহমানের মাধ্যমে।

আগে থেকে ফুসফুস সমস্যার কারনে করোনার কারমন ভয়াবহ হয়ে উঠে তার জন্য। চারদিন আগেই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু শেষ চেষ্টাতেও বাঁচানো যায় নি। সর্বশেষ তিনি কাঠমান্ডু এসএ গেমসে নারী ভলিবল দলের কোচের দায়িত্ব পালন করেন।

বিসিআইসির অধীনস্থ একটি সংস্থার জেনারেল ম্যানেজার হিসেবে চাকুরি করে অবসর নিয়ে ভলিবলের কোচ হিসেবেও সুনাম কামিয়েছিলেন তিনিভারত ও জার্মানী থেকে কোচিংয়ে উচ্চতর ট্রেনিংও নেন।

সাবেক আন্তজার্তিক ভলিবল রেফারি আনিস রহমান বলেছেন, ‘ব্যক্তিগতভাবে মেহেদী ও তার পরিবারের সঙ্গে আমার ঘনিষ্টতা ছিল। দুই দিন আগেও মেহেদীর খোঁজ নিয়েছিলাম। ৬২-৬৩ বছরের মতো বয়স হয়েছিল (মূলতঃ ৬৭ বছর বয়স)। একজন তরতাজা মানুষকে হারালাম আমরা।’

About Md Shahadat Hossain

Check Also

ফুটবলের মতো ক্রিকেটেও মাঠে জ্ঞান হারালেন দুই নারী ক্রিকেটার

ইকবাল হাসান: ফুটবলের পর এবার ক্রিকেটেও একই ঘটনা। ইউরো অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিলেন তেমনি লুটিয়ে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।