সোমবার , মার্চ 27 2023
Home / Slide2 / সাইফের অনুশীলন শুরু ১৫ নভেম্বর

সাইফের অনুশীলন শুরু ১৫ নভেম্বর

ইকবাল হাসান:

সাইফ স্পোর্টিং ক্লাব নতুন মৌসমকে সামনে রেখে ১৫ নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে। তার আগে করোনার থেকে মুক্তির জন্য বাড়তি সুরক্ষার হিসেবে সবার করোনা টেস্ট করিয়ে নেয়া হবে।

ক্লাবসূত্রে জানা গেছে- ৮, ১০ ও ১২ নভেম্বর তারা খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও অন্য কর্মচারীদের করেনো পরীক্ষা করিয়ে ক্যাম্পে ওঠাবে। প্রথম ধাপে তারা নিরাপত্তাকর্মী, বলবয়, বাবুর্চি ও ক্যাম্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ পরীক্ষা করাবে।

দলের অনুশীলন শুরুর আগেই সাইফের নতুন বিদেশি কোচ বেলজিয়ামের পল পট এবং নতুন চার বিদেশি নাইজেরিয়ার এমানুয়েল, কেনেথ, জন ওকোলি ও উজবেকিস্তানের সিরোজুদ্দিন চলে আসার কথা।

সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া হলেও ক্লাবটিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের আগ পর্যন্ত খেলতে হবে জামাল ভূঁইয়াকে ছাড়া। কারন, জামাল ভূঁইয়া ২০ নভেম্বর চলে যাচ্ছেন কলকাতায়, ফিরবেন এপ্রিলের মাঝামাঝি সময়ে।

About Md Shahadat Hossain

Check Also

নাভিদ আলম আর নেই

ইকবাল হাসান: পাকিস্তানের নাভিদ আলম যিনি এক সময় বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ ছিলেন। তিনি …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।