ইকবাল হাসান:
বিরাট কোহলি বিশ্বের সেরা সেরা বোলারদের জন্য ভয়ংকর নাম। তবে, অধিনায়ক হিসেবে বরাবরই ব্যর্থ তিনি। এত মৌসুম ধরে ব্যাঙ্গালুরুর নেতৃত্ব দিয়েও শিরোপার দেখা পাননি তিনি। তাই টকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেয়ার কথা বলছেন কেউ কেউ।
এই তালিকায় সামনের সারিতে আছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জারেকার।
কোহলির নেতৃত্বে তৃতীয়বারের মতো প্লে অফ ও একবার ফাইনাল খেলেছে ব্যাঙ্গালুরু। কিন্তু ওহিরোপার দেখা পায় নি আজো। এই আইপিএলেও এলিমিনেটরে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কোহলির দল। আর এর দায়ভার কোহলিকেই নিতে বলেছেন গম্ভীর।
গম্ভীর বলেন, ‘অবশ্যই সমস্যাটি দায়বদ্ধতার। ৮ বছরেও কোন শিরোপার দেখা পায়নি তারা। দীর্ঘ সময় শিরোপা না জিতলে অন্য কোন অধিনায়ককে হয়তো এতদিনে সরিয়ে দেয়া হতো। কোহলিরও জবাবদিহি করা উচিত।’
গম্ভীরের সঙ্গে সুর মিলিয়ে মাঞ্জরেকার দায় দিয়েছেন মালিকপক্ষকে। তিনি বলেন, ‘কোহলি কখনও নিজে থেকে অধিনায়কত্ব ছাড়ার কথা বলবে না। যে কারণে ট্রফি জিততে হলে মালিকপক্ষকে এগিয়ে আসতে হবে। ফলাফল বদলাতে চাইলে আপনাকে অধিনায়ক বদলাতে হবে।’