ইকবাল হাসান:
আইপিএল চলাকালীন ভারতজুড়ে আত্মহত্যার সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে আইনি নোটিশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।
কয়েকদিন আগে এই নোটিশ দেয়া হয় তাদের। এই নোটিশে শুধু ভারতীয় জাতীয় দলের দুই অধিনায়কই নন, অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় আছেন তিন অভিনেতা প্রকাশ রাজ, রানা ও সুদীপ খান এবং অভিনেত্রী তামান্নাও।
এই নোটিশে মাদ্রাজের আদালত তাদের কাছে জানতে চেয়েছে সরাসরি অর্থ লেনদেনের সুযোগ রয়েছে, এমন অনলাইন গেমগুলোকে কেন সমর্থন দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
বর্তমানে চলতি আইপিএলকে কেন্দ্র করে ভারতজুড়ে চলছে জুয়ার বড় বড় আসর। এতে জুয়াড়িরা এত বেশি সংক্রিয় হয়ে পড়েছে যে জুয়ায় হেরে বৃহৎ আকারে আত্মহত্যা ঘটনাও ঘটছে। এই জুয়া সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রিত হচ্ছে বেশ কিছু অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে টাইটেল স্পন্সর, সেটাও একটি অনলাইন ভিত্তিক গেমিং প্রতিষ্ঠান। যার অনুমোদন দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বরের মধ্যে পাঠানো নোটিশের জবাব দিতে হবে সৌরভ কিংবা কোহলিকে।