ইকবাল হাসান:
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রেকর্ডের বরপুত্র সাকিব আল হাসান। গত ২৯ অক্টোবর সেই নিষেধাজ্ঞা কাটিয়েছেন তিনি। তবে,
সোমবার (০৯ নভেম্বর) ৩৭৭ দিন পর দেশের ক্রিকেটের তীর্থস্থানে পা পড়ল বিশ্বসেরা অলরাউন্ডারের।
বৃহস্প্রতিবার রাতে আমেরিকা থেকে এসেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন সাকিব। কোন করোনা টেস্ট ছাড়া, কোয়ারেন্টিনে না থেকে আমেরিকা থেকে আসার ১০ ঘন্টার মধ্যে চলে যান সুপারশপ উদ্বোধন করতে। সেই বিতর্কের মধ্যে শনিবার করোনা টেটস করান। যেখানে তিনি নেগেটিভ আসেন। আজ সোমবার তার ফিটনেস টেস্ট দেয়ার কথা থাকলেও টেস্ট নাও দিতে পারেন তিনি।
এদিকে চলতি মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গবন্ধু টি-২০ লীগ মাঠে গড়ানোর কথা। এই টুর্নামেন্টের জন্য নির্বাচিত খেলোয়াড়দের ফিটনেস টেস্ট দেয়া শুরু হয়ে গিয়েছে। আজ ছাড় স্লটে ৮০ জন ক্রিকেটারের ফিটনেস টেস্ট করানো হবে। বাকিদের করোনা হবে পরের দিন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু টি-২০ লীগের প্লেয়ার ড্রাফট ১২ নভেম্বর।