ইকবাল হাসান:
প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন ম্যারাডোনা।এমনটাই জানিয়েছেন স্নায়ু বিশেষজ্ঞ লিয়োপোলদো।
গত ২ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাপাতালে ভর্তি করা হয় দিয়েগো ম্যারাডোনাকে। নানা শঙ্কার দেখা দিলেও মস্তিষ্কে অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা।
ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিয়োপোলদো লুক বলেন, আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে ম্যারাডোনা। অবিশ্বাস্যভাবে তিনি সুস্থ হয়ে উঠছেন। আর তার স্নায়ুর কোনো সমস্যা নেই। অবাক হলেও সত্যি যে, ওকে দেখে আমি খুবই রোমাঞ্চিত। হাসপাতাল ছাড়তে তার দুই একদিন সময় লাগতে পারে।
এই কিংবদন্তির অসুস্থতার খবর শুনে ভক্ত-সমর্থকরা প্রতিদিনই হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকেন। অনেককে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে গ্রেট ম্যারাডোনার জন্য স্লোগান দিতে দেখা যায়।
ভক্তদের একটাই চাওয়া, যার জাদুকরী খেলা দেখে বড় হয়েছেন সে যেনো হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার তাকে হাসপাতালে আনতে হয় নানা অসুস্থতায়। সর্বশেষ ২০১৯ সালে পাকস্থলীতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিতে হয়েছিল তাকে।