ইকবাল হাসান:
আনসু ফাতিকে মেসির উত্তরাধিকারী ভেবেই এগুচ্ছে বার্সা। ১৮ বছরের এই তরুণকে তাই সর্বোচ্চ সুযোগ দিচ্ছিলো টিম ম্যানেজমেন্ট। কিন্তু চোটের কারণেই চার মাস মাঠে নামতে পারবেন না তিনি।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগায় সাতটি ও চ্যাম্পিয়নস লিগে তিনটি ম্যাচ খেলেন। নিজে গোল করেছেন ৫টি, সতীর্থদের গোল করতে সাহায্য করেছেন আরও ২ বার।
শনিবার ন্যু ক্যাম্পে বার্সা- রিয়াল বেতিসের লা লিগার ম্যাচে ৩১ মিনিটে ফাউলের শিকার হন ফাতি। হাঁটুর চোটটা এতই বেশি ছিল, দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামেননি। যদিও বার্সা ম্যাচটি ৫-২ গোলে জিতে নেয়।
চোটের অবস্থা বিবেচনা করে দ্রুতই হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে ফাতির। ক্লাব কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, তার সেরে উঠতে সময় লাগবে চার মাসের মতো।