ইকবাল হাসান:
দীর্ঘদিন ধরে স্থায়ী ম্যানেজার নেই বাংলাদেশ ফুটবল টিমে। বিভিন্ন ক্লাবের ম্যানেজার দিয়ে কোনরকম জুড়াতালি দিয়ে চালাচ্ছে কার্যক্রম। নির্বাচিত হওয়ার পর ম্যানেজার নিয়োগ নিয়ে
বেশ কয়েকদিন আলোচনা হলেও আবার যেন ঝিমিয়ে পড়েছে ম্যানেজার নিয়োগের আলোচনা।
সম্প্রতি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় ৮ সদস্যের জাতীয় দল ব্যবস্থাপনার পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও ম্যানেজার নিয়ে কোন আলোচনা হয় নি। এর আগে বাফুফে বস কাজী সালাউদ্দিন ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিতে হবে বলেছিলেন।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ম্যানেজার নিয়োগের বিষয়টি নিয়ে বাফুফের দিকেই আঙ্গুল তুললেন। তিনি বলেন, ‘৮ সদস্যের ন্যাশনাল কমিটি ঘোষণা দেয়া হয়েছে। তবে ম্যানেজার নিয়োগের সিদ্ধান্তটি এখনো ঝুলে আছে। সভাপতির সঙ্গে আলোচনা সাপেক্ষে পরে জানানো হবে।’