সোমবার , মার্চ 27 2023
Home / Slide3 / সবার সেরা সাকিব আল হাসান

সবার সেরা সাকিব আল হাসান

ইকবাল হাসান:

এক বছরের নিষেধাজ্ঞা শেষ করে নতুনরূপে ফিরেছেন সাকিব। প্রথম দর্শনে কারো কাছে সেই অভিষেকের সময়কার সাকিবকে মনে হয়েছে। ফিটনেসেও তার ছাপ রয়েছে যথেষ্ট। সবার থেকে ভালো করেছেন সাকিব।

গত বুধবার (১১ নভেম্বর) ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা এই অলরাউন্ডার। সর্বোচ্চ ১৩.৭ স্কোর নিয়ে ফিটনেস টেস্টের বৈতরণী পার হন সাকিব। দ্বিতীয় অবস্থানে ১৩.৬ স্কোর নিয়ে আছে পেসার মেহেদী হাসান।

সাকিবের টেস্টের স্কোর দেখে ফিটনেস ট্রেইনার জানিয়েছেন ফিটনেস খুব ভালো অবস্থায় আছে সাকিবের।

গেল কয়েকদিন ধরে বিপ টেস্ট দিয়ে অনেক সিনিয়র ক্রিকেটার পাশ করেছেন আবার নাসিরের মতো অনেক তরুণ ক্রিকেটাররা ফেল করেছেন।
নাসির হোসেনের প্রাপ্ত স্কোর হচ্ছে ৮.৫। কিন্তু আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসরা ১১-এর ওপর স্কোর নিয়ে উতরে গেছেন ফিটনেস টেস্ট।

উল্লেখ্য, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের বিপ টেস্ট বা ফিটনেস টেস্ট। এ টুর্নামেন্টের ড্রাফটে নাম তুলতে হলে অবশ্যই পাস করতে হবে এই টেস্টে।

About Md Shahadat Hossain

Check Also

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।