মঙ্গলবার , মার্চ 28 2023
Home / Slide2 / ‘এ’ গ্রেডের ক্রিকেটার ছাড়াই রাজশাহীর দল গঠন

‘এ’ গ্রেডের ক্রিকেটার ছাড়াই রাজশাহীর দল গঠন

ইকবাল হাসান:

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ বৃহস্প্রতিবার পাঁচ দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেলো।

এক নজরে দেখে নেয়া যাক কে খেলছেন কোন দলে-

বেক্সিমকো ঢাকা: ঢাকার এই দলে শুরুতেই ডাক পেয়েছেন মুশফিকুর রহিম। তার সঙ্গী রুবেল হোসেন, তানজিদ তামিম, নাঈম শেখ, আকবর আলী, নাইম হাসান, নাসুম আহমেদ, শাহাদৎ হোসেন দিপু, সাব্বির রহমান, ইয়াসিন আলী রাব্বি, মেহেদি হাসান রানা, মুক্তার আলী।

ফরচুন বরিশাল: ‘এ’ গ্রেড তালিকার তামিম ইকবালকে নিয়েছে বরিশাল। এছাড়া ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদি হোসেন মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, মুমন খান, মোহাম্দ সাইফ হাসান, আমিনুণ ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: এই দলে ‘এ’ গ্রেডের কোন ক্রিকেটার নেই। তবে আছেন মোহাম্মদ আশরাফুলের মতো অভিজ্ঞ ক্রিকেটার। এছাড়া সাইফউদ্দিন, ফরহাদ রেজা, নাজমুল শান্ত, আরাফাত সানি, মাহাদী হাসান, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, ফজলে রাব্বী, রনি তালুকদার, অনিসুল ইমাম, রেজাউর রহমান ডাক পেয়েছেন।

জেমকন খুলনা: বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানকে ভিড়িয়েছে এই দল। এছাড়া আরেক আইকন মাহমুদউল্লাহ রিয়াদও আছেন তার সঙ্গী হিসেবে। এছাড়া আছেন ইমরুল কায়েস, আরিফুল হক, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, আল আমিন হোসেন (সিনিয়র), শামীম পাটোয়ারী, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসন।

গাজী গ্রুপ চট্টগ্রাম: ‘এ’ গ্রেড থেকে এই দলে ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে আছেন লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমনিুল হক, শরিফুল ইসলাম।

উল্লেখ্য, গ্রেডভেদে প্রত্যেক খেলোয়াড়ের পারিশ্রমিক নির্ধারিত করা হয়েছে।

About Md Shahadat Hossain

Check Also

নাভিদ আলম আর নেই

ইকবাল হাসান: পাকিস্তানের নাভিদ আলম যিনি এক সময় বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ ছিলেন। তিনি …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।