সোমবার , মার্চ 27 2023
Home / Slide3 / নেইমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সা

নেইমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সা

ইকবাল হাসান:

২০১৫ সালের আর্থিক নথি পর্যালোচনা করে দেখা গিয়েছে বার্সা নেইমারকে ১০ মিলিয়ন ইউরো বেশি বেতন দিয়েছে। যা বাংলাদেশি টাকায় ১০০ কোটি টাকা।

সেই অতিরিক্ত অর্থ এবার নেইমারের কাছে ফেরত পেতে চায় বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’-এর রিপোর্ট অনুযায়ী, স্পেনের একটি ট্যাক্স এজেন্সি এই তথ্য খুঁজে বের করেছে। তাদের মতে, নেইমারের কর দেওয়ার সময় সঠিক হিসেব অনুযায়ী অর্থ কর্তন করেনি বার্সা।

এদিকে, আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এরইমধ্যে বাড়তি বেতনের অর্থ ফেরত পেতে মামলা করেছে বার্সা। তবে ট্যাক্স এজেন্সি জানায়, এই পরিস্থিতি সামাল না দেওয়া যায় তাহলে ওই বাড়তি বেতন অর্থাৎ ১০ মিলিয়ন ইউরো ক্লাবের পক্ষ থেকে নেইমারকে ‘দান’ করা হয়েছে বলে ধরা হবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের প্রকাশিত এক হিসাব অনুযায়ী নেইমারের কাছে এখনো ৩ কোটি ৪৬ লাখ ইউরো পাওনা রয়েছে দেশটির কর কর্তৃপক্ষের।

About Md Shahadat Hossain

Check Also

ডোনারুমা এখন পিএসজিতে

ইকবাল হাসান: ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কার যেটা ইতালির গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমা যোগ দিলেন পিএসজিতে। তার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।