ইকবাল হাসান:
পূরণ মেয়াদে না হোক সাময়িক সময়ের জন্য কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। সত্যজিৎ দাস রূপুর পরিবর্তে কাতার ম্যাচ পর্যন্ত আমের খানকে জাতীয় দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-বাফুফে। এছাড়া পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে থাকবেন ইমতিয়াজ হামিদ সবুজ।
ম্যানেজার নিয়োগ নিয়ে কম জল ঘোলা হয় নি।
নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দুই সপ্তাহ বাংলাদেশ দল অনুশীলন করলেও ছিলো না কোন ম্যানেজার। তবে, বাফুফে নেপালের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগেই ম্যানেজার নিয়োগ দিতে পেরেছে।
উল্লেখ্য, আমের খান দীর্ঘদিন ধরে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি বাফুফের নতুন কমিটিরও সদস্য। আর ইমতিয়াজ হামিদ সবুজ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের কর্মকর্তা।