মঙ্গলবার , মার্চ 28 2023
Home / Slide2 / নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জয় বাংলাদেশের

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জয় বাংলাদেশের

ইকবাল হাসান:

দীর্ঘ ১০ মাস পর মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজে খেলতে নেমে নেপালের বিপক্ষে বাজিমাত করেছে জেমি ডে’র শিষ্যরা।

আজ ১৩ নভেম্বর( শুক্রবার) নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ।খেলাটি শুরু হয় বিকাল ৫ তার দিকে। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বাংলাদেশ এর ফল পায় ১০ মিনিটে।

সাদউদ্দিনের ক্রসে ডান পায়ে গোল করেন আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন।
করোনা পরিস্থিতিতে উপস্থিত থাকা দর্শকদের উচ্ছ্বাসে ভাসান জীবন।

এরপর আরও বেশ কয়েকটি ক্ষুরধার আক্রমণ চালালেও সফল হননি বাংলাদেশ ফুটবলাররা।

মোহাম্মদ ইব্রাহিম ও জীবন দুটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। এরই মধ্যে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নেপাল। কয়েকটি দুর্দান্ত আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করতে পারেননি নাওয়াং শেরেস্তা-বিক্রম লামারা। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ স্কোরলাইনে।

দ্বিতিয়ার্ধে নেমেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। আগের সেই আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলতে থাকে তারা। এতে চাপে পড়ে যায় নেপাল। সেই সুবাদে ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মাহবুব। একাই নেপালের নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

খেলার বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচ দু দলের জয় দিয়েই শেষ করে বাংলাদেশ।

About Md Shahadat Hossain

Check Also

ডোনারুমা এখন পিএসজিতে

ইকবাল হাসান: ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কার যেটা ইতালির গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমা যোগ দিলেন পিএসজিতে। তার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।