ইকবাল হাসান:
রাহুল দ্রাবিড়ের চাওয়া আইপিএলে যেনো দল বাড়ানো হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তরুণ ক্রিকেটারদের নজর কারার একটি উল্লেখযোগ্য টুর্নামেন্ট। এক মৌসুমে ভালো খেললে সহজেই একজন খেলোয়াড় পরিচিত হয়ে উঠে। তাই, সব দিক বিবেচনা করে লিজেন্ড রাহুল দ্রাবিড়ের মতে আইপিএলে দল বাড়ানোর প্ৰয়োজন। এতে ভারতীয় খেলোয়াড়রা তাদের প্রতিভা প্রদর্শনের আরো বেশি সুযোগ পাবে।
একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হওয়া ভার্চুয়াল সেমিনারে এ বিষয়ে তিনি কথা বলেন।দ্রাবিড়ের ভাষ্য, ‘প্রতিভার দিক থেকে চিন্তা করলে, আমরা এখন একটি দল বাড়ানোর অবস্থায় চলে গেছি। অনূর্ধ্ব-১৯ দলের অনেক ছেলেরা নিজেদের প্রমাণ করেছে, এসব দেখা সত্যিই আনন্দের। শুধুমাত্র তাদের রাজ্যদলেই নয়, আইপিএলেও তারা দুর্দান্ত খেলছে।’
দ্রাবিড় আরো মনে করেন, ‘তবে কঠিন সত্য হলো, আরও অনেক খেলোয়াড় সুযোগই পাচ্ছে না। বিশেষ করে অনেক দলেই তরুণ খেলোয়াড়রা সারা মৌসুম বেঞ্চেই কাটছে। এখানে ক্রিকেটের মান অনেক এবং সব দলে দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে।’
আইপিএলের সবশেষ আসরে তরুণ খেলোয়াড়দের মধ্যে দেবদূত পাড্ডিকাল, রবি বিষ্ণুই, রুতুরাজ গাইকোয়ার, যশবি জাসওয়াল, কার্তিক ত্যাগিরা, হরিয়ানার লেগস্পিনার রাহুল তেওয়াতিয়া এবার সুযোগ পেয়ে সেটি পুরোপুরি কাজে লাগিয়েছেন। যদি আরো টিম থাকে তাহলে আর কিছু খেলোয়াড় খেলতে পারবে। তাই আইপিএলে আরও বেশি খেলোয়াড়দের সুযোগ করে দেয়ার পক্ষে দ্রাবিড়। তিনি বলেন, ‘আইপিএল এখন শুধু খেলার মানের দিক থেকেই সেরা নয়। আগে যখন প্রতিভাবান কোনো খেলোয়াড়ের দেখা মিলত, তাকে বলা হতো রাজ্যদলের হয়ে ভালো খেলার কথা। তাদের শুধু নিজের রাজ্যদলেই খেলতে হতো। এখন আইপিএলের কারণে কর্ণাটকার খেলোয়াড় মুম্বাইয়েও খেলতে পারে।’