শনিবার , এপ্রিল 1 2023
Home / Slide4 / বঙ্গবন্ধু টি-টুয়েন্টি শুরু হতে যাচ্ছে ২৪ নভেম্বর থেকে

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি শুরু হতে যাচ্ছে ২৪ নভেম্বর থেকে

ইকবাল হাসান:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি- টুয়েন্টি কাপ।

বেক্সিমকো ঢাকা আর মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে।বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন,
করোনা পরীক্ষা শেষে চলতি মাসের ২০ তারিখ, বায়ো সিকিউরিটি বাবলে ঢুকবে দলগুলো।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পাঁচ দলের মধ্যে একটি দল বাদ যাবে গ্রুপ পর্ব থেকে। করোনার জন্য ভেন্যু পরিবর্তন হবে না বেশি। শুধু হোম অফ ক্রিকেটে ২৫ ম্যাচের সব কয়টি আয়োজন হবে। এবং পিচ থাকবে ফ্লাট।

টুর্নামেন্ট মাঠে গড়ালেও দর্শকরা মাঠে আসতে পারছেন না এবারও। আর প্রাইজমানি নিয়ে সিদ্ধান্ত আসবে দু’একদিনের মধ্যেই।

এদিকে, টাইগারদের কোচিং স্টাফরা এই টুর্নামেন্টের আগেই ঢাকায় ফিরছেন তবে কোন দলের হয়ে দায়িত্ব পালন করবেন না তারা।

উল্লেখ্য, আসরের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। ফাইনাল ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডে’ও।

About Md Shahadat Hossain

Check Also

নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের জন্য প্রার্থনা রাবাদার

ইকবাল হাসান: পবিত্র রমজান মাসে ইসরাইলি দখলদার বাহিনীর নির্মমতার শিকার ফিলিস্তিনের জনগণ। এখন পর্যন্ত ৩৬ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।