ইকবাল হাসান:
সিডনির ক্রোমার পার্কে হটাৎ একটি বিমান ভেঙে পড়ে। এই ক্রোমার পার্ক ভারতীয় খেলোয়াড়দের হোটেল থেকে খুব বেশি দূরে। বড়জোর ৩০ কিলোমিটার। আকাশ সীমা পরিমাপ করলে সেটা আর কাছাকাছি।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথমবারের মতো অনুশীলন শুরু করেছিলো কোহলিরা। আর সেদিনই এই ঘটনা ঘটে। বিকেল বেলা সেই পার্কে বাচ্চারা খেলাধুলা করলেও সেরকম কোন হতাহতের ঘটনা পাওয়া যায় নি।
ক্রোমার ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি গ্রেগ রোলিনস জানান, ‘ভেঙে পড়ার সময় বিমানটি একটু এদিক-সেদিক হলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত। তিনি বলেন, ‘ঘটনাটা দেখে আমি চিৎকার করতে থাকি। সবাইকে বলি দৌড়াও, এরপর ওরা দৌড়াতে শুরু করে। বিমান থেকে ধোয়া বের হচ্ছিল। আমার মনে হচ্ছিল, এখনই মাঠ থেকে সবাইকে বের করে দিতে হবে। যদি ছাউনির উপর বিমান আছড়ে পড়ত, তাহলে অন্তত ১২ জন মারা যেত। তবুও একজন মুখে আঘাতও পায়। যদিও স্বস্তির খবর হল সবাই বেঁচে আছে।’
উল্লেখ্য, বিমানটি আকাশে উড়ার সময়ই বিকল হয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারায়। আরেকটু এদিক-সেদিক হলে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারতেন কোহলিরাও। সিডনির বিমান দুর্ঘটনা তাই বড় খবর হয়ে এসেছে ক্রিকেট দুনিয়ায়।