ইকবাল হাসান:
ফর্মটা সঙ্গ দিচ্ছে না তামিম ইকবালকে। প্রেসিডেন্টস কাপে প্রথমে রান পাচ্ছিলেন না। তারপর যখন রান পেলেন সেটা আর বড় করতে পারেন নি।
একই বিষয় দেখা গিয়েছে পাকিস্তান সুপার লিগেও। দুর্দান্ত শুরু করেও শেষে ১৮ রানে ক্যাচ তুলে দিয়ে আউট হন তামিম।
প্রথমে ব্যাট করে পেশোয়ার জালমি ১৭১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় লাহোর কালান্দার্সকে। ওপেনিংয়ে নেমে তামিম দুটি চার ও একটি ছক্কায় করেন ১৮ রান।
ক্রিজে থাকা অবস্থায় স্বস্তিতে ছিল লাহোর কালান্দার্সও। ইংলিশ পেসার সাকিব মাহমুদ তামিমকে ছাড়াও ফখরকে সাজঘরে ফেরান।
একনজরে দুই দলের একাদশ
পেশোয়ার জালমি : ইমাম উল হক, হায়দার আলী, ফাফ ডু প্লেসস, শোয়েব মালিক, সোহাইব মাকসুদ, হার্দুস ভিলজয়েন, ওয়াহাব রিয়াজ, কার্লোস ব্র্যাথওয়েট, মোহাম্মদ ইরফান, সাকিব মাহমুদ, রাহাত আলী।
লাহোর কালান্দার্স : সোহেল আখতার, ফখর জামান, তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, বেন ডাঙ্ক, সামিত পেটেল, ডেভিড উইজ, মোহাম্মদ ফাইজান, শাহীন আফ্রিদি, হারিস রৌফ, দিলবার হোসেন।