সোমবার , মার্চ 27 2023
Home / Slide3 / কলকাতার অনুষ্ঠানে যাওয়া নিয়ে সাকিব ক্ষমা চাইলেন!

কলকাতার অনুষ্ঠানে যাওয়া নিয়ে সাকিব ক্ষমা চাইলেন!

ইকবাল হাসান:

কলকাতার এক অনুষ্ঠানে সাকিবের যাওয়া নিয়ে ভক্তদের মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেই ব্যাপার আঁচ করতে পেরে সাকিব তার ইউটিউব চ্যানেলে ক্ষমা চান।

সোমবার (১৬ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কথা বলেন তিনি।

সাকিব বলেছেন, ‘অনেকেই বলছে আমি পূজা উদ্বোধন করেছি। যেটি আমি কখনোই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করবো না। তারপরও হয়তো ওখানে যাওয়টাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা প্রাপ্তি। আমি আশা করবো আপানারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনও ঘটনা যেন আর না ঘটে সেটিও আমরা চেষ্টা করবো।’

উল্লেখ্য, গত সপ্তাহে কোলকাতার এক কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করার ঘটনা নিয়ে ‘মহসিন তালুলদার’ নামে একজন সাকিবকে হত্যা করার হুমকি দিয়েছে।

About Md Shahadat Hossain

Check Also

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।