ইকবাল হাসান:
দ্বিতীয় দফা করোনা পরীক্ষাতেও পজিটিভ এসেছেন জেমি ডে। ফলে, তিনি ১৭ তারিখ হতে যাওয়া নেপালের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না।
গত শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পরের দিন দুই দলের সবাইকে করোনা টেস্ট করালে কোচ জেমি ডে ছাড়া সবার করোনা নেগেটিভ এসেছে। ১৭ তারিখ তার মাঠে থাকা নিশ্চিত করতে রোববার আবার করোনা পরীক্ষা দেন তিনি। তবে, ১৬ তারিখ বিকেলে রেজাল্ট আসলে সেটাতে তিনি পজিটিভই আছেন।
উল্লেখ্য, জেমি ডে করোনার জন্য শুধু নেপালের সাথে দ্বিতীয় ম্যাচ মিস করা ছাড়াও তিনি মিস করতে পারেন ৪ ডিসেম্বরের কাতার ম্যাচও।