ইকবাল হাসান:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রাদল রায়ের অবস্থা সংকটাপন্ন। তার যকৃতে ক্যান্সার ধরা পড়েছে। বর্তমানে তিনি ক্যান্সার স্টেজ-৪ এ আছেন।
রোববার (১৫ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দল ও মোহামেডানে বাদল রায়ের সতীর্থ আবদুল গাফফার। তিনি জানান, ‘বাদলের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ডায়ালাইসিসও করতে হচ্ছে। সিটি স্ক্যানের পর যকৃতে ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার স্টেজ-৪ অবস্থা। এখান থেকে সুস্থ হওয়া কঠিন বলে দিয়েছেন চিকিৎসকরা। বেশিদিন বাঁচানো কঠিন। বিদেশে নিলেও কোনও লাভ হবে না। শরীরে পানিও জমে গেছে। ঠিক মতো কথা বলতে পারে না। জড়িয়ে যায়।’
ফুটবলার কিংবা সংগঠক দুই দিকেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ফুটবলকে। ৮০’র দশকে মোহামেডান স্পোটিংয়ের হয়ে খেলছেন। এছাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর টানা তিনবার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পুরষ্কারবপ্রাপ্ত এই সাবেক ফুটবলার অলিম্পিক অ্যাসোসিয়েশনে সহ-সভাপতি ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে আছেন। ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দাউদকান্দি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।
উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার শরীরের এক পাশ অবশ হয়ে রয়েছে।