ইকবাল হাসান:
দীর্ঘদিন পর বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে নেমেই বাজিমাত করলেন। দুই ম্যাচের এক ম্যাচে জয় ও এক ম্যাচে ড্র করে সিরিজ জিতে নিলো বাংলাদেশ।
প্রথম ম্যাচ জিতে স্বপ্ন বুনছিলেন সিরিজের ট্রফি জেতার। মঙ্গলবার(১৭ নভেম্বর) নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে না পারলেও ড্র করেই সেই স্বপ্ন পূরণ করলেন বাংলাদেশের খেলোয়াড়রা।
এই ম্যাচে সিরিজ জয়ের পাশাপাশি ম্যাচের ৭২ মিনিটে আরেকটি ঘটনা ঘটে। বাংলাদেশ ফুটবলকে অনেকে মৃত মনে করলেও এই দৃশ্য দেখে বলতে বাধ্য হবে বাংলাদেশ ফুটবল এখনো মানুষ দেখে, ভাবে।
ম্যাচের ৭২ মিনিটে এক দর্শক জামাল ভূঁইয়ার সাথে ছবি তুলতে গ্যালারি থেকে নিয়ম ভেঙে মাঠে প্রবেশ করে। এসব ঘটনা ক্রিকেট মাঠে অহরহ ঘটলেও বাংলাদেশ ফুটবলে ইদানিং খুঁজে পাওয়া যাচ্ছিল না। যদিও এক সময় গ্যালারি ভরা মানুষ থাকতো ফুটবল খেলা হলে।
উল্লেখ্য, নেপাল সিরিজ শেষে এবার টাইগারদের সামনে মিশন কাতার। ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে খেলতে কাতার যাবে বাংলাদেশ ফুটবল দল।