ইকবাল হাসান:
ফেসবুক লাইভে সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে তার স্ত্রীর সাহায্যে গ্রেফতার করে র্যাব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ জেলার রানসি গ্রাম থেকে গ্রেফতার করা হয় মহসিনকে। হুমকিদাতা মহসিন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসি গ্রামের ভায়রার বাড়িতে লুকিয়ে ছিলেন।
র্যাব-৯ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ রাসেল সংবাদমাধ্যমকে বলেন, মহসিনের পালিয়ে এসে লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার (১৬ নভেম্বর) রাতেই তিনটি ইউনিট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এমনকি সুনামগঞ্জে থাকা তার আত্মীয়দের বাড়িতেও অভিযান চালায় র্যাব।
তিনি আরও বলেন, মহসিনকে ধরতে সিলেট থেকে তার স্ত্রী ও ওই এলাকার ইউপি চেয়ারম্যানকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়। তাকে ধরতে তার স্ত্রীও সাহায্য করেন। পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলেন মহসিন। সেই মোবাইলের সূত্র ধরে মহসিনের অবস্থান নির্ণয় করে র্যাব। তারপর তাকে রনসি গ্রামের ওই বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে র্যাব কার্যলয়ে নিয়ে যাওয়া হয়।