ইকবাল হাসান:
ইনজুরি আর কোভিডে ব্রাজিল দলের সেরা ৭ জন খেলোয়াড় বাইরে থাকলেও ব্রাজিলের দাপট কমছে না। উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষস্থান ধরে রাখলো তারা।
ম্যাচের প্রথম দিকে দুই দলই আক্রমনাত্মক ছিলো। কিন্তু সময়ের সাথে উরুগুয়ের ধার কমতে থাকে। ফলো, পিছিয়ে পড়ে তারা। অন্যদিকে, ব্রাজিল দল ছন্দময় ফুটবল খেলতে থাকে।
উরুগুয়ের সাথে এই ম্যাচ জিতে টানা ১২ ম্যাচ উরুগুয়ের সাথে অপরাজিত থাকার রেকর্ড গড়লো ব্রাজিল। আর এই কাজ প্রথমে এগিয়ে নেন আর্থার। য্যুভেন্তাসের এই মিডফিল্ডার ৩৪ মিনিটে এক জোড়ালো শট নেন। এতে উরুগুয়ের ডিফেন্স ভেঙে বল জালে চলে যায়।
তারপর প্রথমার্ধের শেষ মিনিটে উরুগুয়েকে আরো এক গোল দেয় ব্রাজিল। এবার নায়ক রিচার্লিসন। রেনান লোদির বাড়ানো বল থেকে হেডে গোল দেন তিনি। তারপর আর কোন গোল হয় নি। এই দুই গোলেই জয় তুলে নেয় ব্রাজিল।
উল্লেখ্য, ২০০১ সালের পর কখনো ব্রাজিলের বিপক্ষে জেতেনি উরুগুয়ে।