ইকবাল হাসান:
কলকাতার এক অনুষ্ঠানে যাওয়া নিয়ে সাকিবকে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়টি বিসিবি গুরুত্বের সাথে নিয়েছে। বিসিবি থেকে এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। ফলশ্রুতিতে, সাকিবের নিরাপত্তায় দ্রুত একজন গানম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (১৮ নভেম্বর) মিরপুরে অনুশীলনে এলে তার সঙ্গে গানম্যানকে দেখা যায়।
মহসিন তালুলদার নামে এক ব্যক্তি রোববার রাতে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাকিবকে হত্যা হুমকি দেয়। পরে তাকে তার স্ত্রীর সহযোগিতায় সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, সাকিবকে হুমকিদাতাকে ধরা হলে সে নিজেকে সাকিবের একজন অন্ধ ভক্ত হিসেবে দাবি করে।