ইকবাল হাসান:
বাংলাদেশ ফুটবল দলে একের পর এক দুঃসংবাদ আসছে। প্রথমে কোচ জেমি ডে ও মিডফিল্ডার মনজুরুর রহমান মানিকের বাদ পড়ার খবর আসে। এরপর একদম শেষ মুহূর্তে হাঁটুর চোটের কারণে দলের সঙ্গে কাতার যেতে পারছেন না স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন।
আজ বৃহস্পতিবার(১৯ নভেম্বর) জেমি ডে, মানিক, জীবনকে ছাড়াই কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ ফুটবল দল।
বুধবার যে ২৭ ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছিল কাতারগামী দলের, সেখানে ছিলেন জীবন। কিন্তু রাত ১২টার দিকে তার হাঁটুর এমআরআই রিপোর্ট দেখে দলের অস্ট্রেলিয়ান ফিজিও তাকে কাতার না যাওয়ার পরামর্শ দেন।
নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নেপালের গোলরক্ষক জীবনের পায়ের উপর পরে গিয়েছিলো। সেখান থেকে চোট পেলেও খেলা বন্ধ করেন নি।
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর দোহায় হবে দুই দেশের মধ্যে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ফিরতি ম্যাচ।