মঙ্গলবার , মার্চ 28 2023
Home / Slide2 / আন্তর্জাতিক ক্রিকেট খেলতে সর্বনিম্ন ১৫ বছর বয়সী হতে হবে: আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট খেলতে সর্বনিম্ন ১৫ বছর বয়সী হতে হবে: আইসিসি

ইকবাল হাসান:

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে হলে একজন খেলোয়াড়কে অবশ্যই ১৫ বছর বয়সী হতে হবে। এই নতুন নীতিমালা প্রণয়ন করেছে আইসিসি।

সম্প্রতি প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ার জন্য কোনো বয়সসীমা ছিল না খেলোয়াড়দের।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রিকেটারদের সুরক্ষার উন্নতি করতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ন্যূনতম বয়সের বিধিনিষেধ প্রবর্তন করেছে আইসিসি। এই বয়সসীমা দ্বিপক্ষীয় ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটসহ সবধরনের ক্রিকেটে প্রযোজ্য। নারী কিংবা পুরুষ খেলতে হলে উভয়কেই সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে।’

১৯৯৬ সালে সর্বকিনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয় পাকিস্তানের হাসান রাজার। তিনি পাকিস্তানের হয়ে ২০০৫ সাল পর্যন্ত সাতটি টেস্ট এবং ১৬টি ওয়ানডে। খেলেছেন।

এছাড়া, টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হয়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ১৬ বছর ২০৫ দিনে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার।

About Md Shahadat Hossain

Check Also

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন মোঃইউনুছ ইকবাল হাসান: শুরু হতে চাচ্ছে এবারের টোকিও অলিম্পিক। এবারের আসরে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।