ইকবাল হাসান:
আইসিসি আনুষ্ঠানিকভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট টেবিল প্রকাশ করেছে। এ তালিকায় ৮২.২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এরপর ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। এছাড়া, তৃতীয়, চতুর্থ,পঞ্চম স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর পাকিস্তানের অবস্থান। এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সবার শেষে ৯ নম্বরে।
করোনার জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক ম্যাচ ভেসে গিয়েছে। তাই আইসিসিকে করতে হচ্ছে নতুন পরিকল্পনা। চক্র পূরণে পয়েন্টের হিসাব নয়, গণনা করা হয়েছে পয়েন্টের শতাংশের হার। সে হিসেবে ৬০.৮ হার নিয়ে তিন নম্বরে আছে ইংল্যান্ড। ফাইনাল খেলার সুযোগ থাকছে ৪ নম্বরে থাকা নিউজিল্যান্ডেরও।
উল্লেখ্য, আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে এই সময়ের মধ্যে সব দলের সিরিজগুলো শেষ করা সম্ভব নয়। তাই এই নিয়মের দিকে ঝুঁকেছে আইসিসি।