ইকবাল হাসান:
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের জন্য ৮ সদস্যের ধারাভাষ্যকার প্যানেল সাজানো হয়েছে।
আগামী ২৪ নভেম্বর পাঁচ দলের অংশগ্রহনে মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।
৮ সদস্যের এই ধারাভাষ্যকার প্যানেলে
আছেন ৪ জন বিদেশি। তারা হলেন-আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার নায়াল ও’ব্রায়ান, জিম্বাবুয়ের এডওয়ার্ড রেন্সফোর্ড। এছাড়া ভারতের আনজুম চোপড়া এবং সমন্বয় ঘোষ।
এছাড়া দেশিদের মধ্যে ধারাভাষ্যে থাকবেন চারজন। আতাহার আলী খান ও শামীম চৌধুরী ছাড়াও কমেন্ট্রি বক্সে থাকবেন শাহরিয়ার নাফিস এবং মাজহার উদ্দিন অমি।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের। প্রতিদিন দুটো করে ম্যাচ আয়োজন করা হবে।