মঙ্গলবার , মার্চ 28 2023
Home / Slide4 / জুয়া বৈধ করা উচিত: বিসিসিআইসের প্রাক্তন প্রেসিডেন্ট অনুরাগ

জুয়া বৈধ করা উচিত: বিসিসিআইসের প্রাক্তন প্রেসিডেন্ট অনুরাগ

ইকবাল হাসান:

ম্যাচ ফিক্সিং থেকে ক্রিকেটকে বাঁচাতে জুয়া বৈধ করে দেয়া উচিত বলে মনে করেন ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী এবং ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর।

শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমে এমন তথ্য পাওয়া গিয়েছে।

উক্ত প্রতিবেদনে জানানো হয়েছে যে, অনুরাগ ঠাকুর একটি বেসরকারি ব্যাংকের অনুষ্ঠানে বলেন, ‘আমাদের দেশে জুয়া খেলা হয় লুকিয়ে। আমার মতে, ভারতে জুয়া খেলা আইনসম্মত করে দেওয়া উচিত।’

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীর অর্থনীতি উপদেষ্টা বিভাগের অস্থায়ী সদস্য নীলেশ শাহ। তিনি মূলত অনুরাগকে প্রশ্ন করেন যে, ভারতে জুয়া খেলা আইনসম্মত করা যায় কি না। তার প্রশ্নের জবাবে অনুরাগ ঠাকুর এই মত প্রকাশ করেন।

বিভিন্ন দেশে জুয়া খেলা আইনসম্মত উল্লেখ করে অনুরাগ বলেন, ‘অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে জুয়া বেআইনি নয়। আমরা যদি ম্যাচ ফিক্সিং বন্ধ করতে চাই, তবে জুয়া খেলাকে আইনি স্বীকৃতি দেওয়া যেতেই পারে।’

অন্যদিকে নীলেশ শাহ বলেন, ভারতীয়দের মধ্যে জুয়া খেলার প্রবণতা রয়েছে। লাস ভেগাস, নেপাল, ম্যাকাওয়ের ক্যাসিনোগুলিতে ভারতীয়দের উপস্থিতি ভালই লক্ষ করা যায়। অনুরাগ মনে করেন, জুয়া খেলা আইনসিদ্ধ হলে কর বাবদ ভারতের আয়ও বাড়তে পারে।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ তেমন নতুন কিছু না। ম্যাচ পাতানোর অভিযোগে মোহাম্মদ আজহারউদ্দিন ও মনোজ প্রভাকরের মতো ক্রিকেটাররা শাস্তি পেয়েছেন।

About Md Shahadat Hossain

Check Also

বিদায় মাহমুদউল্লাহ

! ইকবাল হাসানা: হারারে টেস্ট বাংলাদেশ দাপটের সাথে জিতেছে। কিন্তু একটা জায়গায় হারিয়েছে অনেক কিছু। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।