ইকবাল হাসান:
৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামার আগে
ফিটনেস নিয়ে পুরোদমে কাজ করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল দলের সহকারি কোচ স্টুয়ার্ট ওয়াটকিস জানান, কোয়ারেন্টিনের এই সময়টাকে পুরোদমে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে চান তিনি ।
কাতার ম্যাচের আগে বাংলাদেশ দলের দুই সদস্য ম্যানেজার আমের খান ও ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার করোনা পজিটিভ। তবে, এই নিয়ে খেলোয়াড়দের মাঝে কোনও প্রভাব ফেলেনি।ফুটবলারদেরও এখন পূর্ণ মনোযোগ তাদের ফিটনেসের ওপর বলে জানান সহকারী কোচ।
বাংলাদেশের সহকারি কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলেন, ‘খেলোয়াড়রা তাদের প্রথম জিম সেশন করেছে। ট্রেনিং কোচের অধীনে তারা নিজেদের ফিটসেন নিয়ে কাজ করছে। এখন সম্পূর্ণ মনোযোগ তাদের ফিটনেসের দিকেই। কোয়ারেন্টিনের জন্য তিন দিন পেয়েছি। এই সময়টাকে তাই ফিটনেসের জন্যই কাজে লাগাচ্ছি।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন বলেন, ‘এর আগে আমরা হোটেলে নিজ নিজ রুমে ফিটনেশ শেসন করেছি। ট্রেনারের দেয়া নির্দেশনা মেনেই কাজ করছি। আর আজ তিনটি দলে ভাগ হয়ে জিম শেসন শেষ করেছি।’
তপু বর্মন আরো বলেন, ‘করোনার রেজাল্ট নেগেটিভ আসলেই আমরা অনুশীলনের জন্য খুব তাড়াতাড়ি মাঠে নামবো।’
উল্লেখ্য, চার ডিসেম্বর হবে প্রাক বাছাইয়ের ম্যাচ। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।