রবিবার , এপ্রিল 2 2023
Home / Slide3 / গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক আফ্রিদি খেলতে পারবে না দুই ম্যাচ

গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক আফ্রিদি খেলতে পারবে না দুই ম্যাচ

ইকবাল হাসান:

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছিলেন শহীদ আফ্রিদি। কিন্তু শেষ সময়ে ফ্লাইট মিস করেন তিনি। এতে ট্রোল হচ্ছে শহীদ আফ্রিদিকে।

এমনিতে প্রায় সব বড় বড় তারকারা মুখ ফিরিয়ে নিয়েছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ থেকে। তার উপর আফ্রিদির এই ফ্লাইট মিস ভক্তদের একাংশকে দিয়েছে আনন্দের খোরাক।

এলপিএলে আফ্রিদি খেলবেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে। দলের অধিনায়কও তিনি। অথচ অধিনায়কই কি না খেলতে পারবেন না দুই ম্যাচ। নির্দিষ্ট ফ্লাইট হাতছাড়া হওয়ায় আফ্রিদি নির্ধারিত সময়ের মধ্যে শ্রীলঙ্কায় পা রাখতে পারেননি।

ফ্লাইট মিস করা বিষয়ে এক টুইট বার্তায় আফ্রিদি জানান, ‘কলম্বোর ফ্লাইট মিস করেছি। তবে দুশ্চিন্তার কিছু নেই। এলপিএলে গল গ্ল্যাডিয়েটর্সের দায়িত্ব নিতে শীঘ্রই আমি পৌঁছে যাব। আমার সতীর্থদের সাথে যোগ দিতে মুখিয়ে আছি।’

উল্লেখ্য, গল গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল লাসিথ মালিঙ্গার। তবে শ্রীলঙ্কান কিংবদন্তি আসর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। এরপর দলটি দায়িত্ব দেয় আফ্রিদিকে।

About Md Shahadat Hossain

Check Also

বাসাতেই থাকছেন মেসি

ইকবাল হাসান: অনেক জল্পনা-কল্পনার পর বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। আগের বেতনের অর্ধেক বেতন অর্থাৎ ৪০০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।