রবিবার , এপ্রিল 2 2023
Home / Slide2 / নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ৬ পাকিস্তানি আইসোলেশনে

নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ৬ পাকিস্তানি আইসোলেশনে

ইকবাল হাসান:

নিউজিল্যান্ড সফরে গিয়ে সিরিজ শুরু হওয়ার আগেই ৬ পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।

২৬ নভেম্বর( বৃহস্প্রতিবার) এ খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বর্তমানে তাদেরকে ক্রাইস্টচার্চে আইসোলেশনের রাখা হয়েছে।

কিউই ক্রিকেট বোর্ড জানিয়েছে, করোনা শনাক্ত হওয়া ৬ সদস্যকে দল থেকে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আইসোলেশনের সাময়িক সময় কেটে গেলে আবারো দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তারা।

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, খেলোয়াড় এবং কর্মকর্তা মিলিয়ে ৫৩ সদস্যের পাকিস্তান দল নিউজিল্যান্ড পৌঁছেছে। এদের মধ্যে করোনা পরীক্ষার পর ৬ জন করোনা পজিটিভ হন।

কিউই ক্রিকেট বোর্ড জানায়, করোনা আক্রান্ত ওই সদস্যরা সবাই লাহোর ত্যাগের সময় চারবার করোনা নেগেটিভ হয়েছিলেন।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে দু’দলের তিন টি-টোয়েন্টি আর দুই টেস্টের সিরিজ।

About Md Shahadat Hossain

Check Also

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন মোঃইউনুছ ইকবাল হাসান: শুরু হতে চাচ্ছে এবারের টোকিও অলিম্পিক। এবারের আসরে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।