ইকবাল হাসান:
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার দিয়াগো ম্যারাডোনা ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে শোক জানিয়েছে গোটা বিশ্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শোক জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করে।
ম্যারাডোনা তার শৈল্পিক ফুটবলে লাখো ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। তার মৃত্যুতে পুরো বিশ্বেই শোক পালন করা হচ্ছে। ফুটবল অঙ্গন ছাড়াও নানা ক্রীড়া ব্যক্তিত্ব তার প্রয়ানে শোক পালন করে। এই কাতারে আছে ক্রিকেটাররাও।
তবে, ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে অফিসিয়ালি শোক প্রস্তাব ঘোষণা দেয় বিসিবি। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ (বৃহস্পতিবার) প্রথম ম্যাচ শেষে ও দ্বিতীয় ম্যাচ শুরুর আগে ম্যারাডোনের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করে টাইগার বোর্ড।
উল্লেখ্য, মারাফনার শান্তি কামনার এই উদ্যোগে ক্রিকেটার ছাড়াও অংশগ্রহণ করে আজকের দুই ম্যাচের চার দলের খেলোয়াড়রা সহ মাঠে উপস্থিত সংবাদকর্মী সহ সকলেই।