বুধবার , মার্চ 29 2023
Home / Slide2 / বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ শুরু ৩ ডিসেম্বর

বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ শুরু ৩ ডিসেম্বর

ইকবাল হাসান:

বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে আগামী ৩ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে তৃণমূল ফুটবলের আসর বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। এটা তাদের দ্বিতীয় আয়োজন।

এ আসরে সার্বিক সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ও বসুন্ধরা কিংস।

আজ শনিবার(২৮ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফুটবল বিএফএসএফের সভাপতি কাজী শহিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিএফএসএফের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জোবায়ের ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইফতেখার রহমান খান।

৩ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। নয়দিন ব্যাপী এই টুর্নামেন্টে খেলবেন ১২টি দল। এই টুর্নামেন্টে দল নিবন্ধন ও চুড়ান্ত করা হয়েছে সম্পূর্ন ভিন্ন উপায়ে। প্রথমে অনলাইনে উনমুক্তভাবে এন্ট্রি আহ্বান করা হলে সারা দেশ থেকে ১৭টি একাডেমি দল প্রাথমিক নিবন্ধন করে। তারপর, ১৭ একাডেমির প্রতিনিধিদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ১২টি দলকে চুড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, এই টুর্নামেন্ট জয়ী দলকে ট্রফি ছাড়াও এক লাখ ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হবে।

About Md Shahadat Hossain

Check Also

নাভিদ আলম আর নেই

ইকবাল হাসান: পাকিস্তানের নাভিদ আলম যিনি এক সময় বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ ছিলেন। তিনি …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।