ইকবাল হাসান:
রেকর্ডের বরপুত্র নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেই দাঁড়িয়েছিলেন এক রেকর্ডের সামনে। আজ হচ্ছে হচ্ছে করেও হচ্ছিলো না রেওকর্ড ভাঙা। অবশেষে বিশ্বের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে পাঁচ হাজার রান ও তিনশ পঞ্চাশের অধিক উইকেটের ক্লাবে ঢুকলেন সাকিব আল হাসান।
আজ শনিবার(২৮ নভেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ডের অংশীদার হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
তবে, রানের দিক দিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ও বিশ্বের ৬৫তম ব্যাটসম্যান হিসেবে স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে পাঁচ হাজারের মাইলফলকে পৌঁছলেন তিনি। তার আগে বাংলাদেশের তামিম ইকবাল ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
এছাড়া, অলরাউন্ডার ক্যাটগরিতে এই তালিকার তিন নম্বরে সাকিব। ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেলের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই ডাবল স্পর্শ করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
উল্লেখ্য, ৩১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। সমান ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৫৫টি।