ইকবাল হাসান:
সমগ্র বাংলাদেশে থাকা একাডেমিগুলোর মধ্যে ৭৮টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাছাই করা এই একাডেমিগুলোর প্রতিনিধিদের হাতে বাফুফে তুলে দিয়েছে সার্টিফিকেট।
রোববার বাফুফে ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিগুলোর প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আতাউর রহমান মানিক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও সদস্য নুরুল ইসলাম নুরু।
সার্টিফিকেট প্রাপ্ত একাডেমিগুলোকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) উন্নতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আতাউর রহমান মানিক বলেছেন, ‘এ প্রকল্পের মাধ্যমেই ফুটবলের যথাযথ উন্নয়ন হবে। সারাদেশের একাডেমিগুলোকে ফুটবল উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’