ইকবাল হাসান:
৪ ডিসেম্বর বাংলাদেশ- কাতার ম্যাচে থাকতে পারবে না কোন সাংবাদিক। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের এই ম্যাচ রাজধানী দোহার কাছাকাছি দুহাইলে আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দোহার আরবি দৈনিক আলওয়াতানের প্রকাশিত খবরে এটি নিশ্চিত হওয়া গিয়েছে। পত্রিকাটি জানায় কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আয়োজক কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দৈনিকটি।
এছাড়া, কাতারের টিভি চ্যানেল আলকাস ছাড়া অন্য কোনো দেশি-বিদেশি গণমাধ্যমের কেউ খেলা দেখতে উপস্থিত হতে পারবেন না। এমনকি রেডিও প্রতিনিধি ও অনলাইন সংবাদ মাধ্যম স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না।
সাংবাদিক প্রবেশ কোর্টের না পারলেও প্রবেশ করতে পারবে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ২০ ভাগ দর্শক। আগামীকাল থেকে টিকেট বিতরণ করা শুরু হবে।