ইকবাল হাসান:
আইসিসির নব নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়ে চেয়ারে বসতে না বসতে টেস্ট চ্যাম্পিয়নশিপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিলো দীর্ঘ পরিসরের ক্রিকেটকে সবার মাঝে জনপ্রিয়তার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যর্থ বলার চেয়ে কিছুটা মান কমেছে বলে মন্তব্য করেন আইসিসির চেয়ারম্যান।
আইসিসির নব নির্বাচিত চেয়ারম্যান গ্রেগ বারক্লে বলেন, জমজমাট তো নয়ই, উল্টো এই আসরের ফলে আবেদন কমেছে সাদা পোষাকের ক্রিকেটের। আর এর জন্য শুধু করোনাকেই দায়ী করতে নারাজ তিনি।
সাদা পোষাকের ক্রিকেটটে আরো জনপ্রিয় করতে শীর্ষ ৯ দল নিয়ে গেল বছর থেকে শুরু হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ। তবে করোনার কারণে মাঠে গড়াতে পারে নি আসরের অধিকাংশ ম্যাচ। তাইতো পয়েন্টের হিসেবে নয়, আগামী বছরের দুই ফাইনালিস্ট নির্ধারণ হবে জয়ের শতাংশ হিসেবে।
অধিকাংশ ম্যাচ মাঠে না গড়াতে পারলেও ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়শিপের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেন বারক্লে। তার মতে, আসর বন্ধে আবারো চিন্তা করার সময় এসেছে।