ইকবাল হাসান:
দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। তার আগে ছিলেন চোটে। দীর্ঘ বিরতির পর অর্থাৎ
সাড়ে ৮ মাস পর পূর্ণ রানআপে করেছেন বোলিং অনুশীলন।
করোনার জন্য বিসিবি প্রেসিডেন্টস কাপ খেলতে না পারলেও তৈরি করেছিলেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের জন্য। তাই, অক্টোবর থেকে প্রস্তুতি শুরু করেছিলেন কিন্তু সেখানেই পড়েন হ্যামস্ট্রিংয় ইনজুরিতে।
মাঠে ফিরে মঙ্গলবার (১ নভেম্বর) বিসিবির ট্রেইনার তুষার কান্তি হাওলাদারকে নিয়ে অনুশীলন শুরু করেছেন। একাডেমি মাঠের সেন্টার উইকেটে প্রায় ৩০ মিনিট বোলিং করেন মাশরাফী।
বোলিং ছাড়াও ফিটনেস নিয়েও কাজ করতে দেখা যাক তাকে। টুর্নামেন্ট চলাকালে পুরোপুরি ফিট হলে মাশরাফীকে দেখা যেতে পারে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি।