ইকবাল হাসান:
কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা না ফেরার দেশে চলে গেলেও তার মৃত্যু নিয়ে আলোচনা যেনো থামছেই না। এবার আশঙ্কা সৃষ্টি হয়েছে তার চুরি যাওয়ার!
তাই, ম্যারাডোনার লাশ চুরি ঠেকাতে আর্জেন্টিনার অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তৃপক্ষ পুলিশি পাহারা বসিয়েছে। ব্রিটিশ মিডিয়া দ্য সান আরো জানিয়েছে, বুয়েন্স আয়ার্সের উপশহরে সমাধিস্থল ভেলা ভিস্তায় ২০০ সশস্ত্র পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।
আর্জেন্টিনা কর্তৃপক্ষের আশঙ্কা, ম্যারাডোনার অন্ধ সমর্থকরা সমাধি ভেঙে ফেলে প্রিয় তারকাকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে মমি করে রাখতে চুরি করতে পারে তার দেহ কিংবা দেহের কোনো অংশবিশেষ।
তাই, অন্তত এক সপ্তাহ ভেলা ভিস্তা সমাধিস্থলকে কঠোর পাহারার ব্যবস্থা করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯৮৭ সালে সাবেক আর্জেন্টাইন প্রেসিডেন্ট হুয়ান পেরনের সমাধি ভেঙে তার দেহ চুরি করেছিল কিছু অন্ধ ভক্ত।