ইকবাল হাসান:
বসুন্ধরা কিংস বিএফএসএফঅনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বে জয় পেয়েছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী ও জিকেএসপি ফুটবল একাডেমী ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ) আজ দিনের প্রথম খেলায় ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ৩-০ গোলে হারায় সুনামগঞ্জের জুনিয়র ফুটবল একাডেমীকে। বিজয়ী দলের হয়ে হ্যাট্রিক করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক তুহিন দালাল।
একই মাঠে দিনের অপর ম্যাচে বড় জয় পেয়েছে জিকেএসপি ফুটবল একাডেমী। ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে টিম জিকেএসপি হারিয়েছে জাফ ফুটবল একাডেমীকে । ম্যচসেরা হয়েছেন বিজয়ী দলের অধিনায়ক সম্পদ হাসান।
দেশের ১২টি একাডেমী দল নিয়ে বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) আয়োজিত এ টুর্নামেন্টটি শুরু হয় গত বৃহস্পতিবার থেকে। টুর্নামেন্টর চ্যাম্পিয়ন দল একলাখ এবং রানার্স-আপ দল পঞ্চাশ হাজার অর্থ পুরস্কার লাভ করবে।