সোমবার , মার্চ 27 2023
Home / Slide1 / বিএফএসএফঅনূর্ধ্ব-১৪ একাডেমি কাপে ওয়ারিয়র ও জিকেএসপির জয়

বিএফএসএফঅনূর্ধ্ব-১৪ একাডেমি কাপে ওয়ারিয়র ও জিকেএসপির জয়

ইকবাল হাসান:

বসুন্ধরা কিংস বিএফএসএফঅনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বে জয় পেয়েছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী ও জিকেএসপি ফুটবল একাডেমী ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ) আজ দিনের প্রথম খেলায় ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ৩-০ গোলে হারায় সুনামগঞ্জের জুনিয়র ফুটবল একাডেমীকে। বিজয়ী দলের হয়ে হ্যাট্রিক করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক তুহিন দালাল।


একই মাঠে দিনের অপর ম্যাচে বড় জয় পেয়েছে জিকেএসপি ফুটবল একাডেমী। ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে টিম জিকেএসপি হারিয়েছে জাফ ফুটবল একাডেমীকে । ম্যচসেরা হয়েছেন বিজয়ী দলের অধিনায়ক সম্পদ হাসান।


দেশের ১২টি একাডেমী দল নিয়ে বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) আয়োজিত এ টুর্নামেন্টটি শুরু হয় গত বৃহস্পতিবার থেকে। টুর্নামেন্টর চ্যাম্পিয়ন দল একলাখ এবং রানার্স-আপ দল পঞ্চাশ হাজার অর্থ পুরস্কার লাভ করবে।

About Md Shahadat Hossain

Check Also

উদ্বোধন হলো “বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট”

বিশ্বব্যাপী তরুণদের কর্মসংস্থান, কাজের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।