ইকবাল হাসান:
বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী। এ টুর্নামেন্টটি বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) আয়োজিত হচ্ছে দ্বিতীয়বারের মতো।
আজ সোমবার(৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ) ওয়ারিওয়ের বনাম মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমী ও জ্যাফ ফুটবল একাডেমী বনাম ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমীর খেলা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় ওয়ারিয়র ৩-০ গোলে হারায় মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমী। বিজয়ী দলে হয়ে ম্যাচসেরা আক্তারুল ইসলাম, রিজবী হাসান ও ইদ্রিস আলী একটি করে গোল করেন। এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওয়ারিয়র একই ব্যবধানে হারিয়েছিল সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমীকে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তৃতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে সাতক্ষীরার দলটি।
একই মাঠে দিনের অপর ম্যাচে জ্যাফ ফুটবল একাডেমীকে ১-০ গোলে হারিয়েছে ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমী। খেলার ১০ মিনিটে বিজয়ী দলের হয়ে গোল করেন ম্যচসেরা ওয়াবেদউল্লাহ।
উল্লেখ্য, দেশের ১২টি একাডেমী দল নিয়ে গত বৃহস্পতিবার শুরু হয় এ টুর্নামেন্ট। আগামীকাল শেষ হবে টুর্নামেন্টর গ্রুপ পর্বের খেলা। ৯ ডিসেম্বর দুটি সেমিফাইনাল এবং ১১ ডিসেম্ভর টুর্নামেন্টের ফাইনাল খেলা মাঠে গড়াবে।